Detalles de la plantilla del equipo de fútbol de Francia para la Copa Mundial de la FIFA 2022 | Fuerza, Debilidad, Predicción|



বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স তাদের স্কোয়াডে কাদের রেখেছেন। ¿Está bien? ¿Está bien? Funcionarios de Francia Escuadrón para WorldCup 2022 গোলকিপারঃ গোলকিপার সামলানোর দায়িত্ব টা টটেনহামের হুগো লরিস এর।গত বিশ্বকাপ জয়ে রয়েছে তার অনেক বড় অবদান।ছিলো ভালো কিছু নান্দনিক সেইভ।এছাড়া সাথে আলফনসো এবং স্টিভ মানদানা।।।।।।।।।।। দেখে নেই ডিফেন্সের তালিকা- বায়ার্নের প্যাভার্ডের সাথে রয়েছে লুকাস হার্নান্দেজ ও ডায়োট। বর্তমানে দারুন খেলতে থাকা কুন্দেও রয়েছে।কুন্দে বর্তমানে বার্সেলোনার হয়ে খেলে।এছাড়া গত বিশ্বকাপের মতো এবারো রয়েছে ভারানে বর্তমানে ম্যানইউ এর হয়ে খেলছেন।এছাগা পিএসজির কিমপেব্পে, আর্সেনালের সালিভা ,। এছাগা এসি মিলানের হয়ে দারুন খেলা থিও এর সাথে ইব্রাহীম কোনাটে দলে সুযোগ পেয়েছে কোনাটে লিভারপুলের হয়ে খেলছেন। মিডফিল্ডার ঃ পগবা, কান্তেকে ছাড়াই এবারের মিশনে নামতে হচ্ছে ফ্রান্সকে। তবে রিয়ালমাদ্রিদ এর হয়ে উড়তে থাকা চোয়ামিনির সাথে রয়েছে কামিবিগা।এবারের সিজনে অনেকটা অপ্রতিরোধ্য চোয়ামিনি।কান্তের ব্যাকআপ ভালো ভাবেই দিবে নিঃসন্দেহে। জুভেন্টাস এর রাবিওট, মোনাকোর ফোফানা, সহ দলে মার্সেই এর জর্ডান এবং মাতেও রয়েছে। বলতে গেলে ফ্রান্সেন মিডফিল্ডটাও বর্তমান সময়ের সেরা হয়েছে। এবার দেখা যাক ফরোয়ার্ড লাইন এর অবস্থা- ব্যালনডিঅর জয়ী বেনজেমা এর সাথে রয়েছে এমবাপ্পে।এদের নিয়ে আর কি বলবো। এছাড়া এই সিজনে দারুন করা ডেমবেলের সাথে জিরুদ ও সুযোগ পেয়েছে।জিরুদ গত বিশ্বকাপে অনেক সমালোচিত হয়েছিল।তবে এবার আগুন পারফর্ম করে দলে এসেছে।গ্রীজির সময় খারাপ গেলেও বিশ্বকাপে দারুন খেলার প্রত্যয়।এছাড়া অমানবিক খেলা বিপরীত দলে ভয় ডুকাবে।।।।।।।।।।।।।।।।।।।।।।।।। ফ্রান্সের ফরোয়ার্ডের সবাই ১০০% সেরা তাই দল সাজাতে খুবই বেগ পোহাতে হবে দিশম কে।।  বিশ্বকাপে দারুন একটা স্কোয়াড দিয়েছে ফ্রান্স।সহজেই গ্রুপ পর্বের ম্যাচ গুলো জিতে যাওয়ার কথা।তবে সাম্প্রতিক ফর্ম তাদের ভাবাচ্ছে। এছাড়া কান্তে পগবার না থাকা কিছুটা চাপ সৃষ্টির মিডে কান্তে না থাকলে এবার চোয়ামিনি দুর্দান্ত খেলতেছে রিয়ালমাদ্রিদ এর হয়ে। ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿??? #copamundial #francefootball #fútbol #worldcup2022 #campeonatomundial #banglanews

Compra Camisetas de fútbol antiguas, replicas auténticas. Moda clásica.

Esta entrada fue publicada en Últimas noticias de fútbol sala. Guarda el enlace permanente.